ইজরাইলি পতাকার অর্থ কি?

 উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ শাসনকাল 1876 -1909

 
সুলতান আব্দুল হামিদ এর সাথে ইহুদি নেতার থিওডোর হার্জেল এর কথোপকথন। থিওডোর হার্জেল তোমার এখানে আসার উদ্দেশ্য বর্ণনা করো। একখণ্ড জমির জন্য আবেদন করছি মহামান্য। জেরুজালেমে ইহুদিদের বসবাসের জন্য এক খন্ড জমির আবেদন করছি। উসমানীয়দের নিকট এক মহান সাম্রাজ্য রয়েছে। অন্যদিকে ইহুদিরা রাশিয়া এবং রোমানিয়াতে অনেক খারাপ অবস্থানে রয়েছে। আর সেখানে ইহুদীরা জমি ক্রয় ও করতে পারেন না। উসমানীয় সাম্রাজ্য ব্যতীত অন্য সব জায়গায় আমাদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ।সুলতান আব্দুল হামিদ বললেন তাহলে তোমরা এই প্রকৃত সত্য গুলো কেন তোমাদের পত্রিকাগুলোতে লিখ না। এর বিপরীতে মুসলমানরা তোমাদের নির্যাতন করে এমন মিথ্যা অপবাদ লাগিয়ে থাকো। থিওডোর হার্জেল: এই সকল খবরের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। যদি আপনি রাজিহন তাহলে সবকিছু বদলে যাবে। ইহুদিদেরকে ফিলিস্তিনে ভূমি দিন তাদের বসবাসের জন্য। আপনি তো জানেন মূল্যগত ভাবে লেনদেনের ক্ষেত্রে ইহুদিরা অনেক মজবুত। আপনার এই করুণা ও অনুগ্রহ সব সময় আমরা স্মরণ রাখবো। এর বিনিময়ে উসমানীয় সাম্রাজ্যের যত ঋণ আছে আমরা সেটা মিটিয়ে দেব। আমি আপনার নিকট শুধু এটাই চাই একখণ্ড জমি। জেরুজালেমে কিছু জমি আমাদের কাছে বিক্রি করে দিন। সুলতান আব্দুল হামিদ অগ্নিমূর্তি ধারণ করলেন এবং বললেন এই জমি বিক্রয়ের জন্য নয় হে নিকৃষ্ট। এই জমিন আমার নয় বরং আমার জাতির। আমার জাতির রক্ত এই জমিতে রয়েছে। এই ভূমি অন্য কারো নিকট যাওয়ার পূর্বে পুনরায় আরেকবার রক্তে রঞ্জিত হবে। আমাদের সিরিয়া এবং ফিলিস্তিনের সৈনিকেরা এই পবিত্র ভূমির জন্য শাহাদত বরণ করেছেন। ঐসকল সৈনিকেরা কি ফেরত আসতে পারবে? যারা তাদের রক্তকে এই পবিত্র ভূমিতে প্রবাহিত করেছেন? এই মহান সাম্রাজ্য আমার নয় বরং আমার জাতির। আমি এই ভূমির এক টুকরো জমিও কাউকে দিতে পারবো না। আমাদের লাশের উপর দিয়েই কেবল এই ভূমি বন্টন হতে পারে। যতদিন আমার দেহে প্রাণ আছে আমি এমনটা কখনোই হতে দিব না। জেরুজালেমে কখনোই ইহুদি রাষ্ট্র কায়েম হতে দিতে পারি না। তখন নির্লজ্জ থিওডোর হার্জেল বললেন আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইনা বরং আমরা শান্তিপূর্ণভাবে ওসমানীয়দের অধীনস্থ থেকেই বসবাস করতে চাই। তখন সুলতান তার বিশ্বস্ত পাশাকে দিয়ে থিওডোর হার্জেল এর নিকট একটি ছবি পাঠান। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে থিওডোর হার্জেল অস্ট্রিয়ার ভিয়েনায় ইহুদি সমাবেশে বক্তৃতা শেষে একটি পতাকা অংকন করেছেন, যার মাঝ খানে রয়েছে ছয় কোন বিশিষ্ট দাউদীয় তারকা। উপরে এবং নিচে দুইটি সরল নীল রেখা। সুলতান আব্দুল হামিদ ছয় কোন বিশিষ্ট দায়দী তারকা এবং তার উপরে এবং নিচে নীল রঙের দুইটি সরল রেখার মানে জানতে চাইলেন থিওডোর হার্জেল এর নিকট। উত্তরে সে বলল এটা সাধারন একটি চিহ্নমাত্র। এর কোনো অর্থ নেই।সুলতান রাগান্বিত হলেন এবং বললেন, এর অর্থ ভুলে গিয়ে থাকলে আমি তোমাকে এর অর্থ স্মরণ করিয়ে দিচ্ছি, জনাব হার্জেল। নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এলাকা এই পতাকার মধ্য প্রকাশ করা হয়েছে। এর একটি নীল রেখা হচ্ছে নীলনদ এবং অপরটি ফোরাত নদী। তোমাদের আকাঙ্ক্ষা হচ্ছে ইহুদি ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া। নীল থেকে ফোরাত নদী পর্যন্ত একটি ইহুদি রাষ্ট্রের ঘোষণা যা তোমরা প্রতিষ্ঠা করতে চাইছ। সুলতান রাগান্বিত কন্ঠে বললেন আমি এখনো বেঁচে আছি, যতদিন জীবিত আছি এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এটাই আমার ফয়সালা। বের হও সামনে থেকে, যাও হে নিকৃষ্ট ।

Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত