জাতিসংঘের গাড়িতেই বিশেষ মুহূর্তে, ভিডিও ভাইরাল
শারীরিক সম্পর্কের ভিডিও ফাঁস হয়ে ভাইরাল হওয়ার ঘটনায় আরেকজন কর্মীকে চিহ্নিত করে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, আপত্তিকর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃতীয় আরেকজনকে বিনা বেতনে ছুটি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বেতন পাবেন না।
গত জুনে ভিডিও ভাইরাল হওয়ার পর ২ জুলাই জাতিসংঘ জানায়, তারা ভিডিওতে থাকা দু'জনকে চিহ্নিত করে বিনা বেতনে ছুটি দিয়েছে। আর এ ব্যাপারে তদন্ত চলছে।
প্রসঙ্গত, ইসরায়েলের তেল আভিভে জাতিসংঘের গাড়ির মধ্যে শারীরিক সম্পর্কে জড়ানোর ভিডিও ভাইরাল হয়ে যায়। গাড়িটি চালাচ্ছিলেন এক ব্যক্তি। আর তার পাশে আরেকজন বসে ছিলেন। পরে জাতিসংঘের তরফ থেকেও স্বীকার করা হয়, গাড়িটি তাদেরই।
জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, ভিডিওটির ব্যাপারে জাতিসংঘ অত্যন্ত বিরক্ত এবং অভিযুক্তদের কর্মকাণ্ডে মর্মাহত।
সূত্র : দ্য স্ট্রিট জার্নাল
Comments
Post a Comment