ফেসবুকের পুরনো লেআউট

 

যেভাবে ফিরে যাবেন পুরনো ফেসবুকে





সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ চলতি মাসের শুরু থেকে তাদের নতুন লেআউট নিয়ে এসেছে। যা দেখতে আকর্ষণীয় হলেও নতুন লেআউট বুঝে উঠতে পারেননি অনেকেই। এ নিয়ে ফেসবুকেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেককে। বিশেষ করে কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরা।

চাকরিসহ দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে 👉 ডাউনলোড করুন  আমাদের মোবাইল অ্যাপস

ফেসবুকের পুরনো ভার্সন আগামী ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এরইমধ্যে অনেক ব্যবহারকারীই নতুন লেআউট পেয়েছে। যা সহজ ভাবে নিতে পারেনি অনেকে।

তবে প্রযুক্তির ফাঁকফোকর কী আর কম! কম্পিউটারে ‘গুগল ক্রোম’ ব্যবহারকারীরা চাইলেই নতুন ফেসবুক লেআউট থেকে ফিরে যেতে পারেন পুরোনো লেআউটে।

এক্ষেত্রে গুগল ক্রোমের এড এক্সটেশন দিয়ে ‘ওল্ড লেআউট ফর ফেসবুক’ এড করে নিলেই ফিরে পাবেন ফেসবুকের পুরনো লেআউট।



Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

ইজরাইলি পতাকার অর্থ কি?