কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত
ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক রক্তাক্ত
দৈনিক নব দিগন্ত।। পৌর নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে নিজ দলীয় নেতাকে পেটালেন গতবারের মিরপুর পৌরসভার পরাজিত বিএনপি দলীয় প্রার্থী রহমত আলী রব্বানী ।
ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১:১৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আব্দুর রশিদ বাজার করে বাড়িতে ফেরার পথে রহমত আলী রব্বানীর সাথে মিরপুর পৌরসভা এলাকার মাহাতাব এর স-মিলের সামনে মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানীর ।
এ সময় রহমত আলী রব্বানী আব্দুর রশিদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে । গালাগালির বিষয়ে আব্দুর রশিদ জানতে চাইলে রব্বানী তাকে মারা শুরু করে । সেই সময় সংগ্রাম খানঁ জিল্লু (সাবেক সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল) ও ইব্রাহিম (সভাপতি মিরপুর পৌর বিএনপি ও রব্বানীর আপন ছোট ভাই) এসে আব্দুর রশিদকে মারা শুরু করে । মারধরের এক পর্যায়ে আব্দুর রশিদ রক্তাক্ত আবস্থায় মাটিতে পড়ে গেলে রব্বানী দলবল সহ স্থান ত্যাগ করে ।পরবর্তীতে স্থানীয় জনগণের সে আব্দুর রশিদকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
এই বিষয়ে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, আমি রহমত আলী রব্বানীর এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানায় ।
মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আবদুর রশীদ বলেন, গত পৌরসভা নির্বাচনে আব্দুর রশিদ রব্বানীর পক্ষে ভোট না চাওয়ায় এবং দলীয় গ্রুপিংয়ের কারণে এই হামলা হয়েছে বলে আমি ধারণা করি ।
ঘটনার ব্যাপারে রহমত আলী রব্বানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এই বিষয়ে ইতিমধ্যে মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আমরা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো ।
Comments
Post a Comment