জীবনে কোন ভুলগুলো কখনই করা উচিত নয়?
কয়েক টি ভুল আছে যা জীবনে কখনো করা উচিত নয়
মানুষ হয়ে জন্ম নিলে ভুল হবেনা তা ত হতে পারেনা কিন্তু এমন কিছু ভুল আছে যা আপনাকে পুরপুরি ধ্বংস করে দিতে পারে বা অনেক আফসোস এর কারণ হতে পারে। তাহলে দেখা যাক ত কি কি ?
১ ড্রাগ বা মাদক সেবন
জীবনে অনেক হতাশা আসবে অনেক কষ্ট আসবে এর জন্য মাদকাসক্ত হবার দরকার নাই । যদিও মাদকাসক্ত মানুষ নিজের ইচ্ছায় হয় না অনেক সময় অনেক পারিবারিক , জীবনে বড় কোন দুর্ঘটনা বা প্রিয় মানুষ ছেড়ে চলে যাবার কারণে আপনি মাদকাসক্ত হতে পারেন । কিন্তু এই মাদক আসক্তি আপনাকে পলাতক বানাবে এবং আপনার ভিতরের জীবনী শক্তিকে শেষ করে দেবে । যেমন : ইয়াবা, কোকেন , মদ এর প্রতি আসক্ত হতে পারেন যা অনেক গুরুত্ব পূর্ণ সমস্যা এটা থেকে দ্রুত বেরিয়ে আস্তে হবে না হলে লাইফ শেষ । আবার অনেকের সিগারেট খাওয়ার অভ্যাস থাকতে পারে যা তেমন সিরিয়াস কোন মাদকাসক্তি নয় । কিন্তুু এর অভ্যাস থাকেলে খেতে পারেন সমস্যা নাই কারন একদিনে আপনি এটা ছাড়তে পারবেন না কিন্তু এটা আপনাকে ভবিষ্যৎ এ ছাড়ার কথা মাথায় রাখতে হবে না হলে স্বাস্থ্য থাকবেনা।
২ লেখাপড়া কে অনীহা বা অবহেলা করবেন না
আমরা অনেক সময় বলি লেখাপড়া করে লাভ কি ? বিশ্বাস করেন লেখাপড়ার অনেক মূল্য । লেখাপড়াতে ভালো হলে এই জিনিস আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে । লেখা পড়া কে যদি খালি কোন মতে পাশ জন্য পড়েন তাইলে ভুল কিন্তু যদি শিখার বা জনার উদেশ্যে করেন তাইলে আপনার লেখাপড়ার জীবন সফল।
৩ সুসময় এর জন্য বসে থাকা এই ভুল থেকে বাচার উপায় হল ভালো সময়ের জন্য বসে না থেকে যে সময় আপনার হাতে আছে তাকে কাজে লাগানো এবং সুযোগ নিজেই সৃষ্টি করা ।
৪ কোন কিছু শিখার সময় অতিরিক্ত বেশি লাভ লস এর হিসাব করা । এর জন্য অনেক সময় সময় চলে যায় কিন্তু সাধন হয় না । মনে রাখবেন জীবনে শুধু ভালো ফল পাবেন খারাপ ফল পাবেন না তা হয় না আপনাকে ভালো এর সহে খারাপ এর অভিজ্ঞতা নিয়ে চলতে হবে । ভুল হলে তাতে হতাশ না হলে আবার চেষ্টা করতে হবে ।
আশা করি উত্তরটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আপভোট দিবেন। আপনার আপভোট আমার অনুপ্রেরণা । ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Comments
Post a Comment