আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা  দৈনিক নব দিগন্ত




বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে দেয়া তার টেস্টের রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন , শুক্রবার থেকেই মাশরাফী বিন মোর্ত্তজার জ্বর ছিল। তবে তার ভাই মুরসালিন বিন মোর্ত্তজা জানিয়েছেন, জ্বর ছাড়া তার আর কোন উপসর্গ নেই। মাশরাফি এখন ঢাকায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়। তার আত্মীয়স্বজনরা জানিয়েছেন, এর আগে মাশরাফির শাশুড়ী এবং ভাগ্নের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল।
সম্প্রতি তিনি দু'বার তার নিজ শহর নড়াইলে গিয়েছিলেন বলেও জানানো হয়।

Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

ইজরাইলি পতাকার অর্থ কি?