স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ব্রিফিং-
চব্বিশ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো


বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২ হাজারের মাইলফলক অতিক্রম করেছে।
গত ২৪ ঘণ্টায় ২০২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং ১৫ জন মারা গেছেন।
৯৩১০ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪০,৩২১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৭৯ শতাংশের মধ্যে সংক্রমণ চিহ্নিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪২৫ জন।
শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯ শতাংশ বলে জানিয়েছেন নাসিমা সুলতানা।
বাংলাদেশে যত রোগী সনাক্ত হচ্ছে তার ১.৩৯ শতাংশ মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন । ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন।
বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমন যখন আশংকাজনক হারে বাড়ছে ঠিক তখনই সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

ইজরাইলি পতাকার অর্থ কি?