মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্দেশনা অমান্য করে মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আসরাফুজ্জান শাহীন ও সদস্য সচিব রহমত আলী রব্বান নিজেদের স্বার্থে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, ২৪ জানুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মিরপুর উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় দলীয় শৃঙ্খলা বজায় রেখে আহবায়ক কমিটির সকল নেতার পরামর্শে যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেন। তবে এই নির্দেশনা উপেক্ষা করে মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রকৃত নেতা-কর্মীদের বঞ্চিত করে নিজেদের অনুসারী, টাকার বিনিময়ে সুদখোর, মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের অনুসারীদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ...
ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক রক্তাক্ত দৈনিক নব দিগন্ত ।। পৌর নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে নিজ দলীয় নেতাকে পেটালেন গতবারের মিরপুর পৌরসভার পরাজিত বিএনপি দলীয় প্রার্থী রহমত আলী রব্বানী । ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১:১৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আব্দুর রশিদ বাজার করে বাড়িতে ফেরার পথে রহমত আলী রব্বানীর সাথে মিরপুর পৌরসভা এলাকার মাহাতাব এর স-মিলের সামনে মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানীর । এ সময় রহমত আলী রব্বানী আব্দুর রশিদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে । গালাগালির বিষয়ে আব্দুর রশিদ জানতে চাইলে রব্বানী তাকে মারা শুরু করে । সেই সময় সংগ্রাম খানঁ জিল্লু (সাবেক সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল) ও ইব্রাহিম (সভাপতি মিরপুর পৌর বিএনপি ও রব্বানীর আপন ছোট ভাই) এসে আব্দুর রশিদকে মারা শুরু করে । মারধরের এক পর্যায়ে আব্দুর রশিদ রক্তাক্ত আবস্থায় মাটিতে পড়...
উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ । শাসনকাল 1876 -1909 সুলতান আব্দুল হামিদ এর সাথে ইহুদি নেতার থিওডোর হার্জেল এর কথোপকথন। থিওডোর হার্জেল তোমার এখানে আসার উদ্দেশ্য বর্ণনা করো। একখণ্ড জমির জন্য আবেদন করছি মহামান্য। জেরুজালেমে ইহুদিদের বসবাসের জন্য এক খন্ড জমির আবেদন করছি। উসমানীয়দের নিকট এক মহান সাম্রাজ্য রয়েছে। অন্যদিকে ইহুদিরা রাশিয়া এবং রোমানিয়াতে অনেক খারাপ অবস্থানে রয়েছে। আর সেখানে ইহুদীরা জমি ক্রয় ও করতে পারেন না। উসমানীয় সাম্রাজ্য ব্যতীত অন্য সব জায়গায় আমাদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ।সুলতান আব্দুল হামিদ বললেন তাহলে তোমরা এই প্রকৃত সত্য গুলো কেন তোমাদের পত্রিকাগুলোতে লিখ না। এর বিপরীতে মুসলমানরা তোমাদের নির্যাতন করে এমন মিথ্যা অপবাদ লাগিয়ে থাকো। থিওডোর হার্জেল: এই সকল খবরের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। যদি আপনি রাজিহন তাহলে সবকিছু বদলে যাবে। ইহুদিদেরকে ফিলিস্তিনে ভূমি দিন তাদের বসবাসের জন্য। আপনি তো জানেন মূল্যগত ভাবে লেনদেনের ক্ষেত্রে ইহুদিরা অনেক মজবুত। আপনার এই করুণা ও অনুগ্রহ সব সময় আমরা স্মরণ রাখবো। এর বিনিময়ে উসমানীয় সাম্রাজ্...
Comments
Post a Comment