জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণ



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ সমূহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বর্তমানে পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ প্রসঙ্গে অতীব জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রকাশিত নোটিশ থেকে জানা যায় যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ সমূহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বর্তমানে পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা (সংযুক্ত ছক মোতাবেক) আগামী ১১ জুলাই ২০২০ তারিখের মধ্যে অনলাইনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে পাঠদানরত নয় এমন শিক্ষকের নাম কোনভাবেই প্রেরণ করা যাবে না।

যথাযথভাব নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত এসকল শিক্ষকের মধ্যে বর্তমানে পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণের কোনো প্রকার মিথ্যা তথ্য যেন পরিবেশন না করা হয়, সে বিষয়ে পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো।


 তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ:


নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিংকঃ www.nubd.info/college/login.php
বিষয়টি অতীব জরুরী, উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে প্রফেসএ ড। মো। মনিরুজ্জামান কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয়


সংযুক্ত ছকে, নাম, পদবী, বিষয় ও এনআইডি, জম্ম তারিখ, যোগদানের তারিখ, নিয়োগের ধরণ (পূর্ণকালীন/খন্ড কালীন), এনটিয়আরসিএ পাশ কিনা( সাল/সনদ নং), ব্যাংক হিসাব নং( সোনালী ব্যাংক), ব্যাক্তিগত মোবাইল নং, টিএমআইএস আইডি, উওল্লেখি তথায়বলি সঠিক। অধ্যক্ষ …কলেজ ইত্যাদি তথ্যে উল্লেখ করতে হবে।

Comments

Popular posts from this blog

মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ

ইজরাইলি পতাকার অর্থ কি?

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত