ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় ৯ জনকে নির্মমভাবে হত্যা
👉দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস
গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষের ঘটনায় নিহতরা সবাই ‘সন্ত্রাসী’ বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপর বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয় মানুষ। যেসব এলাকায় সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে সেখানকার শতশত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
এর আগে, শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হন আরও তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন বলেও দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে এধরনের সংঘর্ষের ঘটনা বেড়েছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
এর আগে, শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হন আরও তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন বলেও দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে এধরনের সংঘর্ষের ঘটনা বেড়েছে।
👉দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস
Comments
Post a Comment