ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি আব্দুর রশিদ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক রক্তাক্ত দৈনিক নব দিগন্ত ।। পৌর নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে নিজ দলীয় নেতাকে পেটালেন গতবারের মিরপুর পৌরসভার পরাজিত বিএনপি দলীয় প্রার্থী রহমত আলী রব্বানী । ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১:১৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আব্দুর রশিদ বাজার করে বাড়িতে ফেরার পথে রহমত আলী রব্বানীর সাথে মিরপুর পৌরসভা এলাকার মাহাতাব এর স-মিলের সামনে মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানীর । এ সময় রহমত আলী রব্বানী আব্দুর রশিদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে । গালাগালির বিষয়ে আব্দুর রশিদ জানতে চাইলে রব্বানী তাকে মারা শুরু করে । সেই সময় সংগ্রাম খানঁ জিল্লু (সাবেক সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল) ও ইব্রাহিম (সভাপতি মিরপুর পৌর বিএনপি ও রব্বানীর আপন ছোট ভাই) এসে আব্দুর রশিদকে মারা শুরু করে । মারধরের এক পর্যায়ে আব্দুর রশিদ রক্তাক্ত আবস্থায় মাটিতে পড়...
উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ । শাসনকাল 1876 -1909 সুলতান আব্দুল হামিদ এর সাথে ইহুদি নেতার থিওডোর হার্জেল এর কথোপকথন। থিওডোর হার্জেল তোমার এখানে আসার উদ্দেশ্য বর্ণনা করো। একখণ্ড জমির জন্য আবেদন করছি মহামান্য। জেরুজালেমে ইহুদিদের বসবাসের জন্য এক খন্ড জমির আবেদন করছি। উসমানীয়দের নিকট এক মহান সাম্রাজ্য রয়েছে। অন্যদিকে ইহুদিরা রাশিয়া এবং রোমানিয়াতে অনেক খারাপ অবস্থানে রয়েছে। আর সেখানে ইহুদীরা জমি ক্রয় ও করতে পারেন না। উসমানীয় সাম্রাজ্য ব্যতীত অন্য সব জায়গায় আমাদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ।সুলতান আব্দুল হামিদ বললেন তাহলে তোমরা এই প্রকৃত সত্য গুলো কেন তোমাদের পত্রিকাগুলোতে লিখ না। এর বিপরীতে মুসলমানরা তোমাদের নির্যাতন করে এমন মিথ্যা অপবাদ লাগিয়ে থাকো। থিওডোর হার্জেল: এই সকল খবরের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। যদি আপনি রাজিহন তাহলে সবকিছু বদলে যাবে। ইহুদিদেরকে ফিলিস্তিনে ভূমি দিন তাদের বসবাসের জন্য। আপনি তো জানেন মূল্যগত ভাবে লেনদেনের ক্ষেত্রে ইহুদিরা অনেক মজবুত। আপনার এই করুণা ও অনুগ্রহ সব সময় আমরা স্মরণ রাখবো। এর বিনিময়ে উসমানীয় সাম্রাজ্...
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় ৯ জনকে নির্মমভাবে হত্যা গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষের ঘটনায় নিহতরা সবাই ‘সন্ত্রাসী’ বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপর বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয় মানুষ। যেসব এলাকায় সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে সেখানকার শতশত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর আগে, শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হন আরও তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের কমান্ডার ছিলেন বলেও দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে এধরনের সংঘর্ষের ঘটনা বেড়েছে। 👉 দিগন্তের প্র...
Comments
Post a Comment