একদিনে ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত





ভারতে একদিনে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনাভাইরাসে হয়েছেন, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।
নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।

👉দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস

Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

ইজরাইলি পতাকার অর্থ কি?