ইসরাইলের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনীর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সিরিয়া জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে।
সিরিয়া জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানায়, গোলান উপত্যকার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী দামেস্কের দিকে উড়ে যায়। তবে এসব ক্ষেপণাস্ত্র দামেস্কের আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী এবং সে ফুটেজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
সিরিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এই হামলায় সামান্য কিছু সরঞ্জামাদির ক্ষতি হয়েছে।
সিরিয়ার একটি সূত্র জানিয়েছে, ইসরাইল দামেস্কের কাছাকাছি কিসওয়া শহরে একটি গোলা-বারুদের গুদাম লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়লে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে তা ধ্বংস হয়ে যায়। এ সময় শহরের অনেক ঘর-বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।
Comments
Post a Comment