আল-জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশিকে ফেরত পাঠাবে মালয়েশিয়া




কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার 'লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন' শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার জেরে গ্রেপ্তার বাংলাদেশি মো. রায়হান কবির ফেরত পাঠাবে মালয়েশিয়া।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেডে প্রেস (এপি)-এর খবরে এ তথ্য জানা গেছে।
এপির খবর অনুযায়ী আজ শনিবার (২৫ জুলাই) মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, রায়হানকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তাঁর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
গতকাল শুক্রবার রাতে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক টুইট বার্তায় জানানো হয়, ওইদিন সন্ধ্যায়  গ্রেপ্তার করা হয়েছে রায়হানকে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আল-জাজিরায় প্রচারিত '১০১ ইস্ট' অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
প্রতিবেদনটি প্রচারের পর থেকেই সাক্ষাৎকারদাতা বাংলাদেশি রায়হান কবিরের খোঁজে তল্লাশি শুরু করে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তাঁর বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দেওয়া হয়। পরে রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের টুইট বার্তায় বলা হয়, 'অভিবাসন কর্তৃপক্ষের কাছে পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।'
মালয়েশিয়ার তদন্ত সংস্থা সিআইডির ডেপুটি পরিচালক ফরিদালাতরাশ ওয়াহিদের বরাত দিয়ে দেশটির বার্নামা টেলিভিশনের খবরে বলা হয়েছে, অভিবাসন কর্তৃপক্ষ রায়হান কবিরকে গ্রেপ্তার করে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এদিকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ওই প্রতিবেদন প্রকাশের পর আল-জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

👉দিগন্তের প্রতি মুহুর্তের খবর পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস

Comments

Popular posts from this blog

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

ইজরাইলি পতাকার অর্থ কি?