পুতিনের মেয়াদ ২০৩৬ সালদৈনিক নব দিগন্ত


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ১৬ বছর ক্ষমতায় থাকার ক্ষমতা পেয়েছেন। দেশটিতে গত সাত দিন ধরে চলা গণভোটের প্রাথমিক ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। দেশটির অধিকাংশ ভোটারই তাকে ক্ষমতায় রাখতে সংবিধান পরিবর্তনে সায় দিয়েছেন।
মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএন জানিয়েছে, ভোট শেষ হওয়ার পর ২৫ শতাংশ ভোট গণনা করা হয়। এর মধ্যে ৭৩ শতাংশই পুতিনের পক্ষে রায় দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, যতো ভোট গণনা হয়েছে তার মধ্যে ৭০ শতাংশই সংবিধান পরিবর্তনে সায় দিয়েছে। তবে ২৯ ভাগ বিপক্ষে রায় দিয়েছে।
ভোট দিতে রাশিয়ানদের বিভিন্ন পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এর মধ্যেও দেশটিতে গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। গতকাল দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়ে বলে কমিশন জানিয়েছে। এই গণভোটে রায় আসায় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা পুতিন (৬৭) আরো দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
তার বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। গতকাল প্রেসিডেন্ট পুতিন ভোট দেন। এ সময় তিনি মাস্ক না পরায় বিতর্ক দেখা দেয়।


Comments

Popular posts from this blog

মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ

ইজরাইলি পতাকার অর্থ কি?

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত