চীন ভারত সংঘর্ষ । ২০ ভারতীয় সেনা নিহত, চীনের হতাহত ৪৩
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। চীনেরও অন্তত ৪৩ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সৈন্যদের কোম্পানি কমান্ডার এক কর্নেলও রয়েছেন নিহতদের তালিকায়। অন্যদিকে চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা লিবারেশন আর্মির পাঁচ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ে। বিস্তারিত রিপোর্টে।
লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চীনা সৈন্যদের হাতাহাতি এবার গড়ালো গোলাগুলিতে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সীমান্তের এই খন্ডযুদ্ধে অন্তত ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, এমন আশঙ্কাও জানিয়েছে এ সংবাদ সংস্থা। ওই ঘটনায় চীনা সেনাবাহিনীর ৪৩ সদস্য হতাহত হয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে এর আগে চীনা গণমাধ্যম জানান, সংঘর্ষে পাঁচ চীনা সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন গ্লোবাল টাইমস খবরে বলা হয়েছে, শান্তিরক্ষার বার্তা মেনে চীনা সেনারা যখন সীমান্ত থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছিল তখন হঠাৎ গুলি চালায় ভারত। এতে হতাহতের ঘটনা ঘটে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ানয়ান, দিল্লিকে একতরফা পদক্ষেপ না নেয়ার আহবান জানিয়েছেন। ভারতীয়দের প্রতি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি, সম্মুখ বাহিনীকে কঠোরভাবে সংযত করুন, সীমান্ত অতিক্রম করবেন না, উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না, কোনও পদক্ষেপ নেবেন না একতরফা পদক্ষেপ যা সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবে। সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে আমরা সম্মত।
সোমবার ভারত সীমানায় দুই সীমান্ত বাহিনীর মধ্যে কোন্দলের জেরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, এক জুনিয়র কমিশনড অফিসার ও এক রাইফেলম্যান নিহত এবং আরো ১৭ জন আহত হন। এমন খবর আসে মঙ্গলবার দিনভর। তবে সেনাদের উদ্ধৃত করে রাতে গণমাধ্যম জানায়, হিমাঙ্কের নিচে তাপমাত্রায়, সমুদ্রপৃষ্ঠ থেকে অতি উঁচুতে, খোলা আকাশের নীচে আহত অবস্থায় দীর্ঘক্ষণ থাকার ফলে আহত ১৭ সেনার মৃত্যু হয়।মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস, জেনারেল বিপিন রাওয়ত দুপুরে স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
১৯৭৫ সালের পর এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল।
Comments
Post a Comment