Posts

Showing posts from February, 2021

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক সভাপতি রক্তাক্ত

Image
ফুলবাড়িয়া ইউনিয়নের  বিএনপি   সাবেক সভাপতি আব্দুর রশিদ   উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কর্তৃক  রক্তাক্ত দৈনিক নব দিগন্ত ।।  পৌর নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য না করতে পেরে নিজ দলীয় নেতাকে পেটালেন গতবারের মিরপুর পৌরসভার পরাজিত বিএনপি দলীয় প্রার্থী রহমত আলী রব্বানী । ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১:১৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আব্দুর রশিদ বাজার করে বাড়িতে ফেরার পথে রহমত আলী রব্বানীর সাথে মিরপুর পৌরসভা এলাকার মাহাতাব এর স-মিলের সামনে মিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানীর । এ সময় রহমত আলী রব্বানী আব্দুর রশিদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে । গালাগালির বিষয়ে আব্দুর রশিদ জানতে চাইলে রব্বানী তাকে মারা শুরু করে । সেই সময় সংগ্রাম খানঁ জিল্লু (সাবেক সভাপতি মিরপুর উপজেলা ছাত্রদল) ও ইব্রাহিম (সভাপতি মিরপুর পৌর বিএনপি ও রব্বানীর আপন ছোট ভাই) এসে আব্দুর রশিদকে মারা শুরু করে । মারধরের এক পর্যায়ে আব্দুর রশিদ রক্তাক্ত আবস্থায় মাটিতে পড়...