আবারও মার্কিন বোমারু বিমানকে তাড়া আবারও দুটি মার্কিন কৌশলগত বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান দুটি ছিল বি-১বি ল্যান্সার বোমারু বিমান। রুশ মন্ত্রণালয় বলেছে, শুক্রবার কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যায় তবে বিমান দুটিকে বাধা দেয় রাশিয়ায় কয়েকটি এসইউ-২৭ এবং এসইউ-৩০ জঙ্গিবিমান। মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ দূরত্বে অবস্থান করে রাশিয়ার জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে তাড়িয়ে নিয়ে যায় এবং রাশিয়ার সীমান্ত থেকে দূরবর্তী অবস্থানে না যাওয়া পর্যন্ত মার্কিন বোমারু বিমান দুটিকে তাড়াতে থাকে। আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়ার বিমানগুলো মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানগুলোকে তাড়িয়ে দেয়ার পর নিরাপদে রুশ জঙ্গিবিমানগুলো তাদের বিমানঘাঁটিতে ফিরে আসে। বিমানগুলো তাড়া করার সময় মার্কিন বিমানের অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ভিডিও রেকর্ড করা হয়। সূত্র: পার্সটুডে
Posts
Showing posts from May, 2020
- Get link
- X
- Other Apps
বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মিলছে সুফল বেক্সিমকো ফার্মার ওষুধ 'ইভেরা টুয়েলভ' সেবনে মাত্র পাঁচ দিনে করোনা নিরাময়। ঢাকার দোহার থানার ১১ পুলিশ সদস্যের ওপর প্রয়োগে মাত্র ৫ দিনেই সুফল পেয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৭০০ রোগীর মধ্যে ৬৬৫ জনই সুস্থ্ হয়েছে। বিস্তারিত: Evera-12
- Get link
- X
- Other Apps
২৫০০ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ২৩ জন মারা গেছেন। ১১৩০১ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪২,৮৫৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২২.৩৩ শতাংশের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এ হার ছিল ২১.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ৪ জন। যারা মারা গেছেন তাদের বয়স বিশ্লেষণ হচ্ছে ১১ থেকে ২০ বছর - ১ জন ২১ থেকে ৩০ বছর - ১ জন ৩১ থেকে ৪০ বছর - ২ জন ৪১ থেকে ৫০ বছর - ৫ জন ৫১ থেকে ৬০ বছর - ৫ জন ৬১ থেকে ৭০ বছর - ৬ জন ৭১ থেকে ৮০ বছর - ২ জন ৮১ থেকে ৯০ বছর - ১ জন গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মরা গেছে ঢাকা বিভাগে ১০ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৯ জন মারা গেছে। ...
- Get link
- X
- Other Apps
যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা হংকংকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। বৃহস্পতিবার হংকং বিষয়ে জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট। এর বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র কোনো অবরোধ দেয় তাহলে তা হবে ‘উভয় দিকে ধারালো তলোয়ারের’ মতো বলে হংকং সরকার উল্লেখ করেছে। তাদের যুক্তি এতে হংকংয়ের ক্ষতি হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্যও বাণিজ্যিক ক্ষতি হবে। শুক্রবার দিনশেষে এ নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার করার কথা। তবে আগেভাগেই চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রকে। ওদিকে চীনের পার্লামেন্টে আইন অনুমোদন হওয়ার পরের দিন আজ শুক্রবার এই আইনের প্রতি সমর্থন দিতে হংকংবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। তিনি চীনপন্থি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হংকং চীনের অধীনে হলেও তারা স্বায়ত্তশাসন ভোগ করে। কিন্তু সমালোচকরা বলছেন, এই নতুন আইনের ফলে তাদের সেই স্বায়ত্তশাসনের অধিকার ক্ষতিগ্রস্ত হবে। তাদের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। ‘এক দেশ, দুই ব্যবস্থা’র অধীনে সাবেক বৃটিশ ঔপনিবেশ হংকং উচ্চ মাত্...
- Get link
- X
- Other Apps
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ব্রিফিং- চব্বিশ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো বাংলাদেশে চব্বিশ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় ২০২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং ১৫ জন মারা গেছেন। ৯৩১০ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪০,৩২১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ৪৯টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৭৯ শতাংশের মধ্যে সংক্রমণ চিহ্নিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪২৫ জন। শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯ শতাংশ বলে জানিয়েছেন নাসিমা সুলতানা। বাংলাদেশে যত রোগী সনাক্ত হচ্ছে তার ১.৩৯ শতাংশ মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন । ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বি...